রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

স্বপ্ন

" আর সব মরে , স্বপ্ন মরে না - " (সু গ)
সুকান্ত , দীনেশ , রণেন' রা মরেনি 
 তাঁদের আদর্শ অমরত্বের আশ্বাস ;
আমাদের নিশ্বাস কথা বলে
সুভাষ , সুর্যসেনদের সোনালী স্বপ্ন ;
কঙ্কাল হতে লজ্জা নেই
        - যদি সেখানে লুকিয়ে থাকে গোপন স্বপ্ন ।

অমাবস্যার শ্ম্শানের - অদ্ভুত অন্ধকার
সাধক স্বপ্ন দেখে বাঙময়তার
টেবিলে মুখ গুজে কত ছেলে স্বপ্ন দেখে
ভবিষ্যতের স্বপ্ন - সে তো মিথ্যা নয় ।

সন্ধ্যার সূর্য স্বপ্ন দেখে - ঊষার অরুন হবে সে
কবি স্বপ্ন দেখে গোপনে - ভালোবাসার ;
ভালবাসা ছাড়া তার সৃষ্টি অধুরা ।

পাহাড় চূড়ায় উঠে তানজিন স্বপ্ন দেখে
একদিন সে আরও উপরে উঠবে
মিশে যাবে আকাশের নীলিমায় ;

আর আমি স্বপ্ন দেখি - সুনীলের মতো
পাহাড় কেনার নয় - বহমান নদীর ভালোবাসা
হ্যাঁ , ভালোবাসা কিনব আমি ।

~~~~~~ 000 ~~~~~~

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বেশ্যা

                         বেশ্যা ----- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম   সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ, বেশ্যার লাশ হবে না দাফন এইটা ...