অন্ধকারের গভীরতা কানাকানি করেঃ
নিস্তব্ধ কঙ্কনার কঙ্কন ধ্বনি
কন্ঠের মাধুরিমায় একাত্ব;
বড় ভালো বোধ হয়।
বৈদ্যুতিক ল্যাম্পের আলোয় একাকী
ঘুমহীন ঢুলু ঢুলু চোখে
তন্দ্রার আবেশে -----
কঙ্কনার স্বপ্নে বিছানো বিছানায়;
হঠাৎ একরাশ সৌরভে
ঘরের অন্ধকার নেমে এলো; -----
সম্বিৎসারে অন্য আর একটা
রাত্রির আবেশ-----
খোলামেলা ভাবে জেগে ওঠে
কাত হয়ে জেগে শুয়ে থাকা
বিছানা-প্রেমিকের চোখে।
উঠে একটু গলাটা ভিজিয়ে নেয়,
আবার শুয়ে পড়ে; নড়ে আর উঠে
সারা রাত্র ; তবুওঃ ;
একাকী উপাধান-ক্রীড়নক করে
পড়ে থাকে।
স্বপ্নের মাদকতা অস্পষ্ট হয়ে আসে
ঈস্পিত বাস্তবকে মেনে নিয়ে।
তারপর সে সুখ খুঁজে ফেরে-----
অসীমাকাশের মহাশূন্যের
অন্তহীন মৈথুনতার পথে;
কোন সে এক অজানা
মধুযামিনির ঘোরে।
––––––
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন