রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

বাসনার গুরুভার

বাসনার গুরুভারে শূন্য
     নীল  আকাশের ক্ষুব্দ প্রসারিত অনুভূতি
     প্রভাতের অরণ্য - শিশির ভেজা - বিহঙ্গ ওড়া
     বন্ধন খোলা বেণী নিংড়ে নিলো মুক্তির গোধূলী ।

অহংবোধের সত্ত্বা মহিমান্বিত
     কর্মিষ্ট জনতার নবীন সূর্যের মুখোশ
     জ্বল জ্বল করে মুছে গেলো - সহস্র নক্ষত্রের মধ্য হতে
     ধুমকেতুর মত ছুটে গেল বাসনার শূন্য গুরুভার ।

নগ্ন পদতলে বাসনার গুরুভার
     হাওয়ায় কেঁপে কেঁপে উঠছে মহাসেন ,
     নৃত্যরত লাস্যা সোনালী মেঘের মেয়ে
     অসীম বার্তাবাহী - এ ভুমাত্বের কুহেলিকা ।

প্রণয় আবেদন ছুয়ে যায় তার চিরন্তন  যৌবনসত্বায় ।।

~~~ ০০০ ~~~

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বেশ্যা

                         বেশ্যা ----- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম   সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ, বেশ্যার লাশ হবে না দাফন এইটা ...