যন্ত্রণাকাতর মানুষটি ,
পা টলতে টলতে হেঁটে এলো
আমার কাছে ;
বলতে পারেন 'সুখ আর শান্তি'
কোথায় কিনতে পাই (?)
আমার বিশ্বাসকে করতে হবে সৎকার ।
আমি ভাগালাম পাগল বা মাতাল ভেবে ;
পরক্ষণে শুনতে পেলাম তার
এক করুন চিৎকার ।
মনটায় বেশ দাগ কেটে গেলো
সময় দৌড় দিল ——
যেনো বুনো ঘোড়া চাবুক খেয়েছে
বিশ্বাস ভঙ্গের !
শবযাত্রার খৈয়ের মতো
টাকার বান্ডিলটা ছড়িয়ে দিল সে রাস্তায় ।
অতীতের ভার ঘুচে গেছে
দুরন্ত সময়ের স্রোতে; 'সুখ আর শান্তি'কে
সে কিনতে চেয়েছিল অতি সস্তায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন