তোমার অভিলাষী হৃদয় !!
আমার শুষ্ক ভালবাসার মরুভূমিতে
তোমার নরম হাতের স্পর্শে বান ডেকেছে ;
কামনার নিরন্তর স্পর্শমনিতে ফুল ফোটে ;
বন- দোয়েলের পাতা-পুস্পে মাখা মাখির কাহিনী।
চতুর্দিকে ফাল্গুনের হাওয়া -------
আলগোছে স্বর্গ গড়ে দেয় তোমার
দ্বিধাহীন তৃষিত ভালোবাসা ।
তোমার অভিলাষী হৃদয় !!
দুরস্থ স্পর্শমণির মতো আমার জেগে ওঠে
অতিন্দ্রীয় সুখ-শয্যায় তোমার রতি প্লাবন
অসংকোচে হয়ে ওঠে হাঘরে ঊর্বশী ;
যৌবন পূর্ণতা পায় প্রজাপতির কল্যানে ।
~~~~~ ooo ~~~~~
আমার শুষ্ক ভালবাসার মরুভূমিতে
তোমার নরম হাতের স্পর্শে বান ডেকেছে ;
কামনার নিরন্তর স্পর্শমনিতে ফুল ফোটে ;
বন- দোয়েলের পাতা-পুস্পে মাখা মাখির কাহিনী।
চতুর্দিকে ফাল্গুনের হাওয়া -------
আলগোছে স্বর্গ গড়ে দেয় তোমার
দ্বিধাহীন তৃষিত ভালোবাসা ।
তোমার অভিলাষী হৃদয় !!
দুরস্থ স্পর্শমণির মতো আমার জেগে ওঠে
অতিন্দ্রীয় সুখ-শয্যায় তোমার রতি প্লাবন
অসংকোচে হয়ে ওঠে হাঘরে ঊর্বশী ;
যৌবন পূর্ণতা পায় প্রজাপতির কল্যানে ।
~~~~~ ooo ~~~~~
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন