মিটি মিটি সন্ধ্যার আলোকে -----
আমি যখন দাঁড়িয়ে ছিলেম একা , ---
মধ্যবর্তী ঐ কালবাটে ; গা এলিয়ে ----
সন্ধ্যা সমাগতা , মিষ্টি মধুর দৃশ্য
অবলোকন হেতু ..........
দূর আকাশে তখন সবে
তারকারাজি ফুটে উঠেছে, -----
সেই নির্মল আকাশের বুক চিরে,
মনে হলো, --- কিছু বলবে আমাকে
তাই রয়েছি চুপচাপ দাঁড়িয়ে।
বলিল: "ও হে ! আজি তুমি একা ----
তোমার প্রিয় সঙ্গীরা কোথায় (?)"
আমি উত্তর করেছিনু, ----
ওগো সুন্দরের অভিসারিনী
তোমারই বিধূমুখ দেখার আশে
রয়েছিনু যে দাঁড়িয়ে।
যাচ্ছ কোথায় অভিসারে ?
"চলেছি অভিসার হেতু ---
সুদাংশু পানে।"
ভাবছিনু, উত্তর হলো কোথা হতে !
ফিরিয়া দেখিনু, বলিছে এক তারকা
হাসিয়া আমারই পানে।
ফিরিছিনু যবে আমি ঋতানৃত জগতে
কর্ণিকাহীন আলোকাবলী বিছানো তনুমধ্য
তখনই জিজ্ঞাসিছে :--
"আজি এই উদাসী পথের বাঁকে
কি করিতেছ দাঁড়িয়ে (?)
---- হে উদাসী !"
চমকিয়া আমি জিজ্ঞাসিনু তারে ----
"তুমি কে গো !!
আজি এই সন্ধ্যার মালতি-ভরা
গন্ধ-লুঠা তপস্যা ভঙ্গ করিলে মোরে।"
সেই ষোড়শী উত্তরিল মোরে ----
আমায় চিনিতেছ না !
আমি চলেছি অভিসারে, পূর্বরাগ 'পরে
তোমারই সনে।
আমি যে তোমারই অভিসারিনী -----
----- অমৃতভাষিনী।
--- প্রিয়ংবদা।।
––––––
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন