রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

পুঞ্জীভূত সত্য

বন্ধু ! !
আমি দেখেছি
পুঞ্জীভূত সত্য ----- মিথ্যার ঝলকানিতে
ভালোবাসায় আঘাত হানে ;
ক্রমাগত চিতনাল জ্বলে যৌবনের।

বন্ধু ! !
আমি দেখেছি
বাহাদুর বিশ্বকর্মারা ----- জ্ঞান ঝুলিতে সিঁধ কেটে
কেজোদের দলে নাম লেখায় ;
নবযৌবন কুলিদের স্বপ্নে ভরা লণ্ঠন।

বন্ধু ! !
আমি দেখেছি
ইন্দ্রগণ নারীসঙ্গলাভে কুমারটুলির কাতারে
কাদার পিন্ড হাতে অপেক্ষমান ;
চেলিবেষ্টিত কন্যার কুষ্টিতে অশ্রুজল ।

বন্ধু ! !
তুমি দেখেছো কি -----
শত সন্ন্যাসীর আক্কেল দাঁত ;
মিলনান্তে কুসুমিত ----
মন - বেনী পৌরুষ নদীতে বিসর্জিত ।।

--- ৹৹৹ ---

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বেশ্যা

                         বেশ্যা ----- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম   সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ, বেশ্যার লাশ হবে না দাফন এইটা ...