রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

পরিণতি

মৃত্যুর ম্লান স্তুপে ;

     পুরু অথচ ঋজু মখমল সজ্জিত ---
     গুরুভার বাহিত পরিপূর্ণ মহিমময় ,
     রহস্যময় বনাঞ্চল ধ্বনিত হয় ।

যেহেতু : জুই ও কেয়ার সৌরভ তাকে চিনতে পারে,
              অর্ধনগ্ন স্তাপত্যরূপে মহাকীর্তি ।

তবুও : যৌবনের তাজা হাড়ের মধ্যে খেলা করে ,
              মৃত্যুর চিরন্তন অভ্যর্থনা ।

বিকীর্ণ হেমন্তের অলৌকিক হাসিমুখের শেষ পরিণতি ।।


~~~ ০০০ ~~~

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বেশ্যা

                         বেশ্যা ----- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম   সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ, বেশ্যার লাশ হবে না দাফন এইটা ...