তোমাকে সেদিন দেখলাম
একটা মিছিলের মধ্যমণি হয়ে
চলেছ সবার আগে ;
কত শত নারী-পুরুষ ছেলে-বুড়ো
তোমারই জয়গান করছে ........ ।
বনের বটবৃক্ষের সদর্প ঘোষনা ;
'সকল শিয়ালের একই রা' '
হুক্কা হুয়া .................. ।
দিগন্তে রাঙা সূর্য নিভে যাচ্ছে
লালিমায় আঁকা ছবি তারই প্রমান ।
যন্ত্রযুগের যান্ত্রিকতায় পরিপূর্ণ সমাজ ,
সরীসৃপের মতো ঊরগ্ .........
দৈত্যের মতো নোংরা দাতের দংশন
বড় ক্ষতের দগ্-দগে ঘা' ;
সকলে মালিশে ব্যস্ত ।
প্রেম - ভালোবাসা - স্নেহ - মমতা অপসারিত ;
তবুও তুমি আমায় বললে একটি কথা -----
' আমরা একে অপরের '
সত্যি কি ?
আকাশের ধূমকেতুর যেন সহসা
মর্তে আবির্ভাব ঘটলো ;
দীর্ঘ ব্যবধানে যৌবন জোয়ারের পর ।।
~~~~~~ ০০০০ ~~~~~~~
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন