রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

কথা দিলাম

নিত্য আমি আমার মতো
যায় যদি যায় চলে.....
সত্য বলছি তোমার সাথে
বন্ধু ! দেখা একবার হবেই।

তুমি যদি যাও উড়ে
আমি যাবো সাথে
সত্য বলছি তোমার সাথে
বন্ধু ! দেখা আমার হবেই।

বন্ধু !
তুমি যদি থাকো সাত সমুদ্র পার
আমি কথা দিলুম,
যাবো সেথায় তোমার সাথে
ভাসবো এক তরনী 'পর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বেশ্যা

                         বেশ্যা ----- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম   সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ, বেশ্যার লাশ হবে না দাফন এইটা ...