স্তোকনম্রা নগ্ন বুকে
অস্তমিত জ্বলন্ত সূর্য ;
পশ্চিমাকাশে হেলে পড়েছে ; ---
কিন্তু তার অগ্নিপিন্ড এখনো
হাতছানি দেয় লালিমায় ।
অস্তমিত জ্বলন্ত সূর্য ;
পশ্চিমাকাশে হেলে পড়েছে ; ---
কিন্তু তার অগ্নিপিন্ড এখনো
হাতছানি দেয় লালিমায় ।
মনেহয়
কোন একসময় এর তেজ
বহু সবুজত্বকে নষ্ট করেছে ;
কিন্তু এখন ----- ?
পড়ন্ত আকাশের মধ্য গগনে এসে
ঠেকেছে ।
আজ
বরারোহা ভারে হুরী লজ্জাবনতা
অব্যক্ত যন্ত্রণায় ;
স্তোকনম্রা নগ্ন বুকে -----
পুঞ্জি ভূত ব্যাথার রাশি
অগ্নি হয়ে ঝরে ।
Good One. Pls see my Blog regularly.
উত্তরমুছুন