এক বিশাল শূন্য প্রান্তরের সামনে দাঁড়িয়ে ;
(এই) শূন্যতার সাক্ষী জ্যোৎস্নার ম্লান হাসি
নক্ষত্রমালার সহচর
দোসর বললেও ভুল হবে না ;
অচেনা অন্ধকারের বিশালতা --- ভালোবাসার কামধেনু
যেন নববধুর প্রথম বাসরঘরের সলজ্জ মুখ
কাঁচের ঘরে বন্দী নিস্তব্ধ গাঁয়ের চঞ্চল শহর --
আমার চঞ্চল হৃদয় অজানা বাসনায় আজ সপ্তনদীর সুরময় পদ্য
স্বপ্নের বাসরঘরের আঙ্গিনায় নববধুর সঙ্গে প্রথম প্রনয় অপেক্ষায় ;
অন্যথায় - ভালোবাসা রয়ে যাবে শুধু এক স্বপ্নময় "অধরামাধুরী"।
দশতলায় ভালোবাসা !
আমি নিচে ফুটপাতে শুয়ে
কুকুরের সঙ্গে ঘুম ভাগাভাগি করি ;
আমার চঞ্চল হৃদয় অজানা বাসনায় আজ সপ্তনদীর সুরময় পদ্য
স্বপ্নের বাসরঘরের আঙ্গিনায় নববধুর সঙ্গে প্রথম প্রনয় অপেক্ষায় ;
অন্যথায় - ভালোবাসা রয়ে যাবে শুধু এক স্বপ্নময় "অধরামাধুরী"।
দশতলায় ভালোবাসা !
আমি নিচে ফুটপাতে শুয়ে
কুকুরের সঙ্গে ঘুম ভাগাভাগি করি ;
তবুও !
ভালোবাসা ভাগাভাগিতে রাজি নই ;
ভালোবাসার শূন্যতা যতই প্রাংশুময় হোক ।
ভালোবাসার শূন্যতা যতই প্রাংশুময় হোক ।
----- ০০০ -----
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন