যাকে আমি মাথায় তুলে রাখি
আদর করি আর খোরপোষ দিই
আজ সেই বিস্বস্থ বন্ধুটাও
বিদ্রোহের নিশানা রাখলো আমার পায়ের
পেশীতে কাঁমড়ে আর আঁচড়ে।
যাকে আমি বেশী ভালোবাসলাম জীবনে
সেও দেখাবে আর হাটবে মোটা অঙ্ক ;
পথে বসাবে আমাকে সহ বাকীদের
করবে না কোনো আপোষ
দিতেই হবে বড় খোরপোষ।
যাকে মাথায় তুলে রেখে
ভরিয়েছি অনেক আদর-এ
বিশ্বাসের দূরত্ব বেড়েছে আমাদের
সত্যকে নিচ্ছি আজ আমি সাদরে।
ক্রমশ নাগালের বাইরে সরে গিয়েছো তুমি
ছিনিয়ে নিয়েছো আমার সবকিছু
নাম - ধাম ;
বেঁচে থাকি শুধু নিয়ে স্মৃতিকে
আর তোমার পুরানো অ্যালবাম।
Good
উত্তরমুছুন