রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

শ্রাবণী

আমি চলেছি  পথের বাঁকে
হারিয়েছি তোমাকে শ্রাবণী !
শ্রাবস্তী নগরী পার হয়ে তুমি
           ত্রস্তা ধরণীর বুকে মিশেছ।

তুমি সুখী হয়েছ তো ?

ভালোবাসার মহার্ঘ্যভাতা পাইনি আমি
শুধু করের বোঝা চেপেছে।
শোধ দিতে না পেরে - হয়েছি দেউলিয়া ;
শুয়েছি ধুলার প্রাসাদে -
শুধু  তোমারই জন্যে - শ্রাবণী !

তুমি সুখী হয়েছ তো ?

আজ এই ক্রান্তিকালীন সময়ে
দেখে যেও একটি বার , অমৃতশয়ানে
আছি যে তোমারি পথ চেয়ে
 বৃথা  ফিরায়ো না -- শ্রাবণী !!

আমি  যে ভালোবাসার মহার্ঘ্যভাতা পেতে চায়।

--- ০০০ ---

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বেশ্যা

                         বেশ্যা ----- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম   সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ, বেশ্যার লাশ হবে না দাফন এইটা ...