রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

তোমায় বোঝা ভার

তোমায় বোঝা ভার !
কত কি লুকাও তুমি !!
অজানা বুকে কত কষ্ট চেপে
সহসা এসে দাড়াও সহাস্যে দুয়ারে ;
আমি এসেছি কি আসি নাই -- তবু
তুমি এসেছ -- একটু হাসি ঠোঁটের কোণে নিয়ে ।

তোমায় বোঝা ভার !
কত কি লুকাও তুমি !!
কাঁচা স্বপ্নের ঘুম ভেংগে দিয়ে
দাঁতের ফাঁকে আনন্দের স্মৃতি চিবোও তুমি ;
খাঁটি সোনার জীবনে সাদামাঠা গল্প ফেঁদে
ভাড়ের চায়ে শেষ চুমুকে দাও সিগারেটের টান ।

তোমায় বোঝা ভার !
কত কি লুকাও তুমি !!
খুঁজে ফেরো সত্যের মন্দিরে বারোমাস
শ্রান্ত দিনের ক্লান্তির শান্তি সুখ ;
বাঁকা ঠোঁটের কোণে ধারালো হাঁসি
ছয় ঋতুতেই আমি পাপ করতে রাজি ।

চার দেওয়ালে , সুখের গান গেয়ে বিছানায়
ভেংগে ফেলি আদরের গোলাপ কামিনী গন্ধ ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বেশ্যা

                         বেশ্যা ----- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম   সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ, বেশ্যার লাশ হবে না দাফন এইটা ...