তুমি এসেছিলে ..........
কবে ?কেন ! সেই বৈশাখের তপ্ত দুপুরে
দখিনা জানালা বেয়ে
শিরশিরে ঘুম ঘুম হাওয়া জড়ানো
রঙীন পাতলা শাড়ীতে।
তোমার গোল - পীনোন্নত মুখ ভালোবাসার আহব্বায়ক।
যেখানে অম্বরহীন একজোড়া ঠোট , শ্রোণীদেশ ---
মিষ্টি নদীর মন্দ ধ্বনি আমি শুনেছিলাম।
তুমি বলেছিলে ----- " কালই শেষ "
" ছুটি শেষ ! "
" থাকো না আরো ----- একদিন ----- ", বিফল অনুরোধ।
বাহু বন্ধন ছিন্ন করে সোজা হলে।
ভেবেছিলাম এমনি করে চিরকাল
তপ্ত বৈশাখী দুপুরে দু'জনে মিলে
আম কুড়াবো ----- মাখাবো ----- সুখে খাবো ,
কিন্তু " ছুটি !! "
চলন্তিকা ট্রেনে চেপে তুমি
অনন্ত হাওয়ায় মিশে গেলে।
জানালার কবাট বন্ধ
অসীম আকাশ সসীমতায় নিঃশেষ ।।
----- ০০০ -----
" থাকো না আরো ----- একদিন ----- ", বিফল অনুরোধ।
বাহু বন্ধন ছিন্ন করে সোজা হলে।
ভেবেছিলাম এমনি করে চিরকাল
তপ্ত বৈশাখী দুপুরে দু'জনে মিলে
আম কুড়াবো ----- মাখাবো ----- সুখে খাবো ,
কিন্তু " ছুটি !! "
চলন্তিকা ট্রেনে চেপে তুমি
অনন্ত হাওয়ায় মিশে গেলে।
জানালার কবাট বন্ধ
অসীম আকাশ সসীমতায় নিঃশেষ ।।
----- ০০০ -----
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন