মাধবীলতা !
কি করবো বলো ?
ফুল যে ঝরে যায় !
হায় !!
সে কেন শুকায় !!!
রৌদ্র তপ্ত ক'রে খেলা করে ,
অলিরা অবিচল বিক্ষিপ্তভাবে ঘুরে ফেরে ,
শান্ত দিঘীর জলে হাঁস গুলি ভেষে চলে ;
আর ছায়াঘেরা বনবিথীতে
তোমার নিঃশব্দ পদচারণা ——— !
দুটি ফুল হাওয়ায় মনের আনন্দে
দোদুল দোলায় দোল খায় ;
আর দোয়েল সপ্তস্বরে বাদ্য করে --
এই শ্যাম পল্লব দলে আচ্ছাদিত শ্যামলী
এই বনবিথী ;
সুন্দর মনোরম ও মনোহারী ।
মাধবীলতা !
সহসা চিৎকার করে জিজ্ঞাসিল
——— ওটা কি হলো ?
সুন্দর শ্যামলী মধ্যে একটা সুবর্ণলতা
ছিড়ে পড়েছে ; শুকিয়ে ঝরে গেল একটা ফুল ।
জানিনা কোন বৃক্ষের পুষ্প ওটা !
শুধু জানি আমার জীবনে
এ ছিল
তোমার নিঃশব্দ পদচারণা ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন