আনন্দের বিষম জ্বালা সহ্য নয় ;
তবুও বিশ্বাস হয় না
নগ্ন শরীরে উত্তর পুরুষের অধিকার ;
চোখের সামনেই ভয়ংকর অবিশ্বাস
প্রেম ধূসর মায়াবী এক স্বপ্ন ।
নেপকিনে শরীরের ক্লান্ত ঘাম মুছে
প্রভাত সূর্যের স্নিগ্ধ আভারাশী
কুয়াশার রক্তিমতায় জড়াজড়ি করছে ;
---- এ যেন ------
সত্য পূজারীর সৌন্দর্য্য ঝলসানো
এক নিত্য ঘটনা ।।
~~~~~ ০০০০ ~~~~~~
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন