অনুসূয়া !!
গাঢ় মেহেদির লাল রং
গাঢ় মেহেদির লাল রং
- তোমার মোহনাস্থিত অমৃত জলে ;
আমার স্রোতহীন শুষ্ক নদীতে
- অজ্ঞাত সোহাগের স্বপ্ন ওড়ায় ;
আজ্ সারারাত ।
আমার স্রোতহীন শুষ্ক নদীতে
- অজ্ঞাত সোহাগের স্বপ্ন ওড়ায় ;
আজ্ সারারাত ।
যন্ত্রনার বাসনা স্নাত সুপ্ত অভিসার ;
ভেসে যায় প্রীত সমুদ্রের লোনাজলে ।
অনুসূয়া !!
অনুসূয়া !!
তোমার ঠোঁটের অলীক হাসির অঞ্জলি ;
- যেন বাসন্তী প্রভাতের ত্যাক্ত বসন ;
- যেন বাসন্তী প্রভাতের ত্যাক্ত বসন ;
আত্মহননের জলন্ত সিগরেট
- অন্তিম টানে ; তন্বী - বন্ধন ছিন্ন হয়
শূন্য আঙ্গিনায় ।
কৈশোরে দেখা নিস্তরঙ্গ দৃশ্যের মতো
ফুটে ওঠে স্বর্গগঙ্গার ছায়াচিত্র ।
অনুসূয়া !!
- অন্তিম টানে ; তন্বী - বন্ধন ছিন্ন হয়
শূন্য আঙ্গিনায় ।
কৈশোরে দেখা নিস্তরঙ্গ দৃশ্যের মতো
ফুটে ওঠে স্বর্গগঙ্গার ছায়াচিত্র ।
অনুসূয়া !!
তোমার সুমুদ্র জলের সফেন ফেনা
আর অবিমিশ্র গন্ধ ;
প্রণয় পাগল বাতাস
আর স্বপ্নবিভর দৃশ্যভুবন ;
সবই তোমার ভালোবাসা নামক ছবির
- শেষ অঙ্কের সওগাত ।।
- শেষ অঙ্কের সওগাত ।।
--- ৹৹৹ ----
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুন