রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

স্বপ্ন ঋণ

রাত এগারোটা ঊনত্রিশ
তোমার শরীরের পারফিউম মাতিয়ে তোলে ,
আমায় ।
হাতের পাঁচটা আঙ্গুল পিপড়ের মতো
তোমার নগ্ন শরীরে চলে ;
পর্বত থেকে নেমে আসা ঝর্ণাধারার মতো ।

সুখের আবেশে স্বপ্ন দেখি আমি ,
জিহ্বা ছুয়ে যায় তোমার বুক ;
বুক থেকে নাভি হয়ে , আরও নীচে ....
কয়েক লক্ষ ক্রোমোজোম তীব্র আক্রোশে
ঝাপিয়ে পড়ে একটা ডিম পাবার আশায় ।

বারোটা বেজে গেছে আমার ।
এখন দুচোখে শুধু তোমারই স্বপ্ন ঋণ ;
ভোরের ঘুম থেকে ডেকোনা আমায় ,
আমি স্বপ্ন দেখিনি বহুদিন ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বেশ্যা

                         বেশ্যা ----- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম   সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ, বেশ্যার লাশ হবে না দাফন এইটা ...