মূল্যহীন ভালোবাসা -- তো মূল্যহীন পৃথিবী
কঠিন বাস্তব তারই কল্পচিত্র ,
ভালোবাসা আজ হারিয়ে যায় শরীরের শিল্পতায়
মনের হৃদ্রতা খুবই স্বল্প ;
হাপর চলে হৃদয়ে - শত সহস্র হাপর
কামার-শালার অগ্নি নির্গমন লাল শিখা ;
এই অগ্নির তেজ এমনই যে ,
সব ধরনের লোহা এখানে গলবেই ------।
তুমি বসে আমার সামনে -- আপন কাজে
আমি আমার মতো , আর ----
ভালোবাসা !! এখানে উদ্বায়ী ।
তবুও আগুন এসে গ্রাস করে --- দুজনকেই
মিশে যায় এ-ওর শরীরের
উষ্ণ ঘ্রানের শিল্পতা মেশানো ছবি ,
শান্ত এখন, অশান্ত নদীর তুফান স্নানের শেষে...... ।
তবুও মনে হয় , ভালোবাসা !!
সে তো মূল্যহীন ।।
--- ৹৹৹ ---
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন